কোষ

কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্নপ্রজননশীল , বৈষম্য পর্দা দ্বারা পরিবেষ্টিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট । ১৬৬৫ সালে রবার্ট হুক নামক ইংরেজ ইন্ঞ্জিনিয়ার তার স্ব উদ্ভাবিত ৩০ গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রে বোতলের কর্কের প্রস্থচ্ছেদে পরীক্ষাকালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরস্পর সংযুক্ত মৌচাকের প্রকোষ্ঠের মতো দেখতে পান । তিনি এদের…

আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য –

১। উদ্ভিদ স্পোরোফাইটিক, স্বপুষ্পক , স্বভোজী, অসমরেণুপ্রসু এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ । ২। দেহ নরম বা শক্ত , অকাষ্ঠল বা কাষ্ঠল , চিরসবুজ বা পর্ণমোচী । ৩। এদের পাতা সরল বা যৌগিক । ৪। এসব উদ্ভিদের ফুল একক বা মন্ঞ্জুরী থাকে । ৫। গ্যামিটোফাইটিক খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল । ৬। ফলের মধ্যে বীজগুলো লুকাইতোভাবে থাকে…

নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য

১। উদ্ভিদ বহু বর্ষজীবী, চিরসবুজ , স্পোরোফাইট এবং অসমরেণুপ্রসু অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে । ২। সপুষ্পক উদ্ভিদ । ৩। ফুল আছে । কিন্তু ফুলে গর্ভাশয় নেই । তাই ফল সৃষ্টি হয় না । ৪। বীজ নগ্ন বা উন্মুক্ত । বাইরে থেকে বীজগুলো দেখা যায় । উদাহরণ – সাইকাস , পাইনাস ।

ফার্ণবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য

১। এরা অপুষ্পক ও অবীজী উদ্ভিদ । এরা স্বাধীন, স্বাবলম্বী এবং বীরুৎ প্রকৃতির । ২। এরা রেণুধর বা স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড । ৩। গ্যামিটোফাইটিক পর্যায়কে প্রোথ্যালাস বলে যা থ্যালাস প্রকৃতির । ৪। এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় । ৫। এদের ভাস্কুলার টিস্যু আছে ।

মসবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য

১। এরা বহু কোষী উদ্ভিদ । এরা অপুষ্পক ও অবীজী । ২। এদের দেহ গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড । গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদের বৈশিষ্ট্য । ৩। দেহ থ্যালয়েড । ৪। এদের মূল নেই । তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে । ৫ । এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু…

The Journey Begins

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton