মসবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য

১। এরা বহু কোষী উদ্ভিদ । এরা অপুষ্পক ও অবীজী ।

২। এদের দেহ গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড । গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদের বৈশিষ্ট্য ।

৩। দেহ থ্যালয়েড ।

৪। এদের মূল নেই । তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে ।

৫ । এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই । দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত ।

Leave a comment