কোষ

কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্নপ্রজননশীল , বৈষম্য পর্দা দ্বারা পরিবেষ্টিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট । ১৬৬৫ সালে রবার্ট হুক নামক ইংরেজ ইন্ঞ্জিনিয়ার তার স্ব উদ্ভাবিত ৩০ গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রে বোতলের কর্কের প্রস্থচ্ছেদে পরীক্ষাকালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরস্পর সংযুক্ত মৌচাকের প্রকোষ্ঠের মতো দেখতে পান । তিনি এদের সেল নামে অভিহিত করেন । তার রচিত ‘ Micrographia ‘ নামক গ্রন্থে তিনি এ সম্পর্কে বিষয় বর্ণনা করেন ।

সংঙ্গা – কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনিয়ন্ত্রিত , স্বপ্রজননশীল, জৈব উপাদান সমৃদ্ধ অর্ধভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত চলমান জীবন সত্ত্বা ।

Cell is a unit of biological activities delimited by a semipermeable membrane and capable of self reproduction in a medium free of other living system.

Leave a comment