১। উদ্ভিদ বহু বর্ষজীবী, চিরসবুজ , স্পোরোফাইট এবং অসমরেণুপ্রসু অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে ।
২। সপুষ্পক উদ্ভিদ ।
৩। ফুল আছে । কিন্তু ফুলে গর্ভাশয় নেই । তাই ফল সৃষ্টি হয় না ।
৪। বীজ নগ্ন বা উন্মুক্ত । বাইরে থেকে বীজগুলো দেখা যায় ।
উদাহরণ – সাইকাস , পাইনাস ।
